শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ১০:৫১ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার কাছে এনসিপির ৫ দাবি (ভিডিও)

মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে ৫ টি দাবি উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। শুক্রবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম সাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছি।

তিনি পদত্যাগ করার কথা ভেবেছিলেন; আমরা তাকে অনুরোধ করেছি- তিনি যেন তার প্রতিশ্রুত কাজগুলো বাস্তবায়ন করার পর ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করেন।   

নাহিদ ইসলাম বলেন, আমরা বিচার, জুলাই ঘোষণাপত্র জারি, সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং আহত ও শহীদ পরিবারগুলোতে পুনর্বাসনের আহ্বান জানিয়েছি। এজন্য আমরা সমন্বিত পরিকল্পনা বা রোডম্যাপ চেয়েছি।

 তিনি বলেন, শহীদ ও আহতদের পরিবারগুলোকে পুনর্বাসনের প্রক্রিয়া ধীর গতিতে চলছে। তাদেরকে যে সঞ্চয়পত্র এবং ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা এখনও দেওয়া হয়নি। এ কাজটি দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছি।

তিনি আরো বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছি। কারণ, এসব নির্বাচন আদালতে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।

নির্বাচনগুলো অবৈধ ঘোষণা হলে এ সংকট আর হবে না। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনে আমাদের আস্থা নেই। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়