শিরোনাম
◈ আজ শেষ হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, হামলার শঙ্কায় জম্মু কাশ্মির সীমান্তে বাঙ্কার বানানোর হিড়িক ◈ সীমান্তে বেড়েছে পুশ-ইনের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা! ◈ মামলায় জামিন না দেওয়ায় বিচারককে শাসালেন বিএনপিপন্থী আইনজীবীরা, ভিডিও ভাইরাল ◈ মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ডাকাতির বান্ডিল বান্ডিল টাকা! (ভিডিও) ◈ ট্রাম্পকে ঘিরে ‘দাসত্বের প্রদর্শনী’: আরব নেতাদের আচরণে নেটিজেনদের ক্ষোভ ◈ পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পান ব্যবসায়ীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই (ভিডিও) ◈ জেলবন্দী ইমরান খান‌কে নি‌র্দোশ দা‌বি ক‌রে ট্রাম্পের কাছে মু‌ক্তির আ‌বেদন দুই পুত্রের  ◈ এবার বিএনপির অব্যবহৃত কার্যালয়ে আগুন দিলেন ছাত্রদলের পদবঞ্চিতরা! ◈ জাতীয় দ‌লে যোগ দি‌তে ভুটান থেকে ঢাকায় ‌ফি‌রে‌ছে পাঁচ নারী ফুটবলার ◈ সালাহ এবার ব্যালন ডি’অর জ‌য়ের ব্যাপা‌রে আত্ম‌বিশ্বাসী

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০১:৪৪ রাত
আপডেট : ১৮ মে, ২০২৫, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেল 'মোহনগঞ্জ এক্সপ্রেস', বিপাকে যাত্রীরা

রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী 'মোহনগঞ্জ এক্সপ্রেস' ট্রেনটি ১৩টি বগি রেখেই চলে গেছে নেত্রকোণা রেলওয়ে স্টেশনে। এতে মাঝপথে অন্ধকারাচ্ছন্ন রেল ব্রিজের ওপর অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নেত্রকোণার শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ইঞ্জিনটি একটি বগিসহ নেত্রকোণা স্টেশনে গিয়ে পৌঁছায়।

 নেত্রকোণা বড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি  শ্যামগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। যাত্রাবিরতি শেষে ছাড়ার কয়েক মিনিট চল্লিশা এলাকায় আসার পর বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে একটি বগিসহ ইঞ্জিনটি নেত্রকোণা বড় স্টেশনে চলে আসে। আর বাকি বগিগুলো চল্লিশা রেল সেতুর ওপর থেকে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন ও লোকজন আসছে। তারা এসে সমস্যা সমাধান করে ট্রেনটি চালু করা হবে। এতে কিছটা সময় লাগবে।
 
এদিকে এমন ঘটনার পর ঢাকা থেকে আসা নেত্রকোণার বারহাট্টা ও মোহনগঞ্জগামী যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন।

মোহনগঞ্জগামী 'মোহনগঞ্জ এক্সপ্রেস' ট্রেনটি ১৩টি বগি রেখেই চলে গেছে নেত্রকোণা রেলওয়ে স্টেশনে, এতে মাঝপথে অন্ধকারাচ্ছন্ন রেল ব্রিজের ওপর অপেক্ষায় যাত্রীরা।

যাত্রীরা অভিযোগ করেছেন, বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার প্রায় ৩ ঘণ্টা হতে চলল, কিন্তু এখন পর্যন্ত রিলিফ ট্রেন আসার কোনো খবর নাই। এমন একটা জায়গায় আমরা আটকে আছি, যেখানে ট্রেন থেকে নামতেও পারছি না, কোথাও যেতেও পারছি না। অন্ধকারের মধ্যে এভাবে বসে থাকতে অনিরাপদ বোধ করছি।
 
 ট্রেনের যাত্রী মোহনগঞ্জ শহরের এক বাসিন্দা বলেন, ময়মনসিংহ থেকে বাড়ি যাওয়ার জন্য মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম। পথে শ্যামগঞ্জ স্টেশন থেকে ছাড়ার কিছু সময় পর হঠাৎ করে ট্রেনের গতি কমতে থাকে। পরে জানা গেছে যে ট্রেনের ইঞ্জিন চলে গেছে বগি ফেলে। শেষে বাধ্য হয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে বাস ও সিএনজি করে গন্তব্যে রওনা হয়েছেন। এতে মালামাল নিয়ে যাত্রীরা বেশ দুর্ভোগের শিকার হচ্ছেন। আমি নিজেও বাসে করে গন্তব্যে রওনা হয়েছি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়