শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পান ব্যবসায়ীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই (ভিডিও)

নাটোরে মহাসড়কের গাড়ি থামিয়ে পুলিশ পরিচয়ে দুই পান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পান ব্যবসায়ীরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)। 

পান ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শনিবার সকালে রাজশাহীর পুঠিয়া থেকে নাটোরের দত্তপাড়া পান মোকামে পান আনেন তারা। এরপর দুজনে মিলে এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। পরে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাদের গতিরোধ করে। এসময় তারা পুলিশ পরিচয়ে প্রথমে তাদের পিস্তল দেখিয়ে এবং পরে ছুরি ঠেকিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়। এরপর তারা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

এদিকে ছিনতাই কার্যক্রমের একটি ভিডিও পান ব্যবসায়ী বেল্লাল ধারণ করে রাখেন। যেখানে ছিনতাইকারী দুর্বৃত্তদের দেখা যায়। শনিবার সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এবিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, গাড়ি থামিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পরে এটা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের ভেতরে তাদেরকে আইনের আওতায় আনতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়