গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম প্রযুক্তিগত সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে শুক্রবার গভীর রাত পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
এদিন প্রথমে অভিযান চালানো হয় জুয়েল নামের এক হ্যাকার বাড়িতে। তার ঘর থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও বাটন ফোন, এবং শতাধিক সিম কার্ড-যার মধ্যে গ্রামীণফোন, স্কিটো, রবি-এয়ারটেল এবং বাংলালিংকের সিম রয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে নগদ অর্থ।
ওই রাতেই পরে অভিযানের লক্ষ্য ছিল আরেক হ্যাকার রনি। তার বাড়ি থেকেও উদ্ধার করা হয়েছে প্রযুক্তিগত নানা উপকরণ, যার মধ্যে রয়েছে হার্ডড্রাইভ, পেনড্রাইভ, রাউটার, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টার ও একটি ডায়েরি-যেটি সম্ভবত কার্যক্রমের রেকর্ড ধারণে ব্যবহৃত হতো।
তবে ওই দুই হ্যাকার বাড়িতে না থাকায় তাদের গ্রেপ্তার করতে পারেনি যৌথ বাহিনীর সদস্যরা। তবে যৌথ বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।
২১ দিনেও উদ্ধার হয়নি নিজ বাড়ি থেকে অপহৃত ২ বোন, যুবক আটক২১ দিনেও উদ্ধার হয়নি নিজ বাড়ি থেকে অপহৃত ২ বোন, যুবক আটক
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বহুদিন ধরেই গোবিন্দগঞ্জ এলাকায় সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল একটি সক্রিয় গোষ্ঠী। যারা সমাজসেবার বয়স্ক ও বিধবা ভাতার টাকা উত্তোলন করে আসছিলেন। তাদের এই দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিলো উল্লেখযোগ্য।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তারা দুজন চিহ্নিত সাইবার অপরাধী। এর আগে একই অপরাধে এই এলাকার কয়েকজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।