শিরোনাম
◈ উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য কমিশনে উত্তপ্ত বিতর্ক-উত্তেজনা, ‘দুঃখিত’ বলার পর শান্ত হলেন এনসিপি নেতারা ◈ ‘সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখন পর্যন্ত’ ◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ ◈ অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে ◈ মৌলভীবাজারে দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পান ব্যবসায়ীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই (ভিডিও)

নাটোরে মহাসড়কের গাড়ি থামিয়ে পুলিশ পরিচয়ে দুই পান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পান ব্যবসায়ীরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)। 

পান ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শনিবার সকালে রাজশাহীর পুঠিয়া থেকে নাটোরের দত্তপাড়া পান মোকামে পান আনেন তারা। এরপর দুজনে মিলে এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। পরে বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাদের গতিরোধ করে। এসময় তারা পুলিশ পরিচয়ে প্রথমে তাদের পিস্তল দেখিয়ে এবং পরে ছুরি ঠেকিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়। এরপর তারা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

এদিকে ছিনতাই কার্যক্রমের একটি ভিডিও পান ব্যবসায়ী বেল্লাল ধারণ করে রাখেন। যেখানে ছিনতাইকারী দুর্বৃত্তদের দেখা যায়। শনিবার সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এবিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, গাড়ি থামিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পরে এটা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের ভেতরে তাদেরকে আইনের আওতায় আনতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়