শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহ পাড়ার ভান্ডারি কলোনীর একটি বাসায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) ওই এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মানিক আবদুল্লাহ যুবদলের রাজনীতিতে জড়িত এবং স্থানীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। বিগত সরকারের সময় নির্যাতনের শিকার হয়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান। আওয়ামী সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে তিনি দেশে ফিরে এসে স্ত্রী, ১০ বছর বয়সী ১ ছেলে ও ৫ বছরের মেয়েকে নিয়ে চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকতেন।

শনিবার রাতেও আরেক যুবদলকর্মীসহ তিনি বাসাটিতে ভাত খাচ্ছিলেন। এ সময় ১২ থেকে ১৫ জন মুখোশপরা অস্ত্রধারী তাকে একেবারে কাছ থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে অটোরিকশা ও মোটরসাইকেলে চলে যায়।
স্থানীয় সূত্র আরও জানায়, তিন মাস আগেও তার ওপর হামলা হয়েছিল। এছাড়া তার ছোট ভাইয়ের কোচিং সেন্টার ও বোনের বাড়িতেও হামলা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবদলকর্মীর লাশ উদ্ধার করে। তার মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়