শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধরলা নদীতে ডুবে যাওয়ার একদিন পর শিশু এরফানের মরদেহ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে ধরলা নদীতে ডুবে এরফান আলী (১১)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বিকেলে ধরৱা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী।

নিহত এরফান সদর উপজেলার কর্ণপুর এলাকার সুজাত হোসেন দুলুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে ধরলা নদী চর থেকে ব্যাপারীটারি যাওয়ার পথে শিশু এরফান ধরলা নদীতে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। অনেক খোজাখুজি করে তাকে না পেয়ে থানায় ও ফায়ার সার্ভিসে অবগত করা হয়। পরদি রবিবার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে অনেক খোজাখুজি করেও শিশু এরফানকে পায়নি তারা। তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেলে যখন ফিরে আসবে ঠিক সেই সময়ে কুলাঘাট ইউপির খাড়ুয়া ঘাট এলাকায় নদীতে এরফানের মরদেহ ভেসে উঠে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশু এরফানের মরদেহ উদ্ধার করেন।

শিশু এরফানের মামা বেলাল হোসেন বলেন, “এই ঘটনা মেনে নেয়া খুবই কষ্টকর। এতো ছোট একটা শিশুর অকাল মৃত্যুতে আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। আমাদের কোন প্রকার সন্দেহ বা অভিযোগ নেই।”

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, “আমরা সদর থানার একটি দল ঘটনাস্থলে যাই। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়