শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’

কাশ্মীরের পহেলগামে হামলা এবং ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার পর, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির প্রথমবারের মতো কঠোর বার্তা দিয়েছেন। তিনি ভারতের যেকোনো সামরিক অভিযানের ক্ষেত্রে পাকিস্তান শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে বলে ঘোষণা দিয়েছেন।

পাকিস্তান আইএসপিআরের বরাত দিয়ে এআরওয়াই নিউজ জানায়, বৃহস্পতিবার (১ মে) পাকিস্তান সেনাবাহিনীর মঙ্গলা স্ট্রাইক কর্পসের মহড়া ‘হ্যামার স্ট্রাইক’ পরিদর্শনকালে এসব কথা বলেন জেনারেল আসিম মুনির।

মহড়ার সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি, আধুনিক অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা এবং যুদ্ধে সমন্বয়ের ওপর জোর দেন। এই মহড়া মূলত যুদ্ধের প্রস্তুতি যাচাইয়ের জন্য অনুষ্ঠিত হয়।

মহড়া পরিদর্শন শেষে পাকিস্তান সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসার ও সৈন্যদের প্রশংসা করেন এবং তাদের যুদ্ধের মনোবল ও দক্ষতাকে দেশের আভিযানিক উৎকর্ষতার প্রতীক বলে অভিহিত করেন।

এসময় তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দেশের সশস্ত্র বাহিনীর অটল সংকল্প পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভারতের যেকোনো সামরিক অভিযানের জবাব দ্রুত এবং দৃঢ়ভাবে দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে আমরা প্রস্তুত এবং সংকল্পবদ্ধ।

পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্ব, ফর্মেশন কমান্ডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তারা এই মহড়া পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়