শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:২৪ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পুলিশ ব্যারাকে কনস্টেবলের মৃত্যু, তদন্তে আত্মহত্যার প্রাথমিক ধারণা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা পুলিশ লাইন্স ব্যারাকে মো. মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) ভোরে ব্যারাকের তৃতীয় তলার টয়লেট কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

নিহত মাসুদ রানা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা এলাকার বাসিন্দা এবং রাজশাহীর বাগমারার জুগিপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। কিছুদিন আগে অসুস্থতাজনিত কারণে তিনি রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন এবং সেখান থেকে ছুটি শেষে পুলিশ লাইন্স ব্যারাকে অবস্থান করছিলেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, “কনস্টেবল মাসুদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ঘটনার পেছনে মানসিক চাপ বা পারিবারিক কোনো বিষয় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত সাপেক্ষেই প্রকৃত কারণ জানা যাবে।”

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়