শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:৩৯ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে : মোশারফ হোসেন

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ সম্মেলনস্থল নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এ সম্মেলনের সূচনা হয়।

বগুড়া জেলা কৃষক দলের সদস্য ইস্কান্দার মির্জা মিঠুর সভাপতিত্বে ও নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্তর সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের হাতে টাকা না থাকলে অর্থনীতি ধসে পড়বে। দেশের মাটি চাষ করে যে কৃষক দেশ গড়ে সেই আজও অবহেলিত। এই অবিচার আর চলতে দেওয়া যাবে না। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে ইনশাল্লাহ।

উক্ত সম্মেলনে প্রধান বক্তবার বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। উদ্বোধকের বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন। 


বক্তব্যপর্ব শেষে দীর্ঘ প্রতীক্ষিত নতুন উপজেলা ও পৌর কৃষক দলের কমিটির ঘোষণা করা হয়। উপজেলা কৃষক দলের ইস্কান্দার মির্জা মিঠুকে সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক, পৌর কৃষক দলের নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্তকে সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু সাঈদ মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ৩০দিনের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সম্মেলনের মধ্যদিয়ে কৃষক দলের নেতাকর্মীরা সংগঠন আরও শক্তিশালী করে গড়ে তোলার অঙ্গীকার করেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়