শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫৬ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অটোরিকশা ডোবায় পড়ে চালক নিহত

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ডোবায় পড়ে মো. আল আমিন (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুন বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা বুড়িচং বাজারের নোয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি ব্রিজের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে চালক আল আমিন অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় অতিরিক্ত মালামাল থাকার কারণে ব্রিজে ওঠার সময় সেটি ভারসাম্য হারিয়ে ডোবায় পড়ে যায়। অতিরিক্ত মালামাল থাকায় চালককে উদ্ধার করতে দেরি হয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।

নিহত আল আমিন ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, এলাকাবাসীর মাঝেও শোক ও বিষাদের পরিবেশ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়