শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে রেললাইনের পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা করে তার লাশ রেললাইনে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত আমিরুল ইসলাম (৩৬) উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা টিকড়ী পাড়া গ্রামের আব্দুল সালাম গাহের এর ছেলে। 

শনিবার সকালে ওই এলাকার লোকজন হাঁটতে বের হলে রেললাইনের পাশে আমিরুল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন এবং নিহতের আত্মীয়-স্বজন ও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং হত্যাকান্ডের তদন্তের কাজ শুরু করেন। সান্তাহার ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি ও পৌওতা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বডি বলেন, আমিরুলের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে । তাকে অন্য কোথাও হত্যা করে রেললাইনের পাশে লাশ ফেলে রেখেছে দুর্বৃত্তরা। পৌওতা টিকড়ী গ্রামের বাসিন্ধা মোজাম্মেল হক বলেন, আমিরুল একজন খুব শান্তি প্রিয় ভালো মানুষ। আমার জানা মতে তার সাথে কাহারও কোন ঝগড়া বিবাদ নেই। কেন তাকে হত্যা করা হলো? আমি এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান হাবিব হত্যার বিষয় নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতে আমিরুল ইসলামকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে খুনিরা রেললাইনের পাশে এভাবে লাশ ফেলে পালিয়ে যায় ।হত্যার কারণ উদঘাটন এবং অভিযুক্তদের সনাক্ত করার জন্য কাজ করছি। এ ঘটনায় থানায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়