শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭২বছরের বৃদ্ধকে পিটিয়ে আহত

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ তারা মিয়া (৭২বছরের) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হাত পা ভেঙে দিলেন প্রতিবেশী এক যুবক। এই ঘটনায় তারা মিয়ার মেয়ে হেনা বেগম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার (১১এপ্রিল) দিনগত রাতে তোফাজ্জলকে আসামী করে ধামরাই থানায় মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১০এপ্রিল) বিকাল বেলা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাসপট্রি গ্রামে এমন ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত হলেন, উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাসপট্রি গ্রামে মোঃ আব্বাস আলীর ছেলে মোঃ তোফাজ্জল হোসেন। আহত মোঃ তারা মিয়া একই ইউনিয়নের কালিদাসপট্রি গ্রামে বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বৃহস্পতি বার বিকালে তোফাজ্জলের ছোট ছেলে একটি সাইকেল চালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ তারা মিয়ার পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে তারা মিয়া ও তোফাজ্জলের ছেলে পড়ে যায়। পরে ছেলেটা ধমক ও রাগ করেন। এই কথা ছেলেটি বাবা তোফাজ্জলের কাছে গিয়ে বলে আমাকে মারধর করেছে। এই কথা শুনে লোহার রড নিয়ে দেৌড়িয়ে গিয়ে তারা মিয়ার বাড়ীতে গিয়ে তাকে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে আহত করেন। এই সময় তারা মিয়ার ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে আসলে তোফাজ্জল দৌড়িয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে ধামরাই সরকারী  হাসপাতালে ভর্তি করেন।

তারা মিয়ার মেয়ে হেনা বেগম বলেন, আমার বাবা বাড়ীতে একা থাকে।  আমার মা মারা গেছে। আমার একটি মাত্র ভাই বিদেশে থাকে। সেই সুযোগে আমার বাবাকে একা পেয়ে তোফাজ্জল আমার বাবাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। আমি আইনের কাছে এর সুষ্ট বিচার চায়।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭২বছরের বৃব্দকে পিটিয়ে আহত করে হাস পাতালে ভর্তি করেছেন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং  আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়