শিরোনাম
◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০১:৫৬ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর ঘোড়াশালে মনোরম পরিবেশে গড়ে উঠেছে মিনি পার্ক

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী)প্রতিনিধি : প্রাকৃতিক গ্রামীন মনোরম পরিবেশে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতাতৈল গ্রামে গড়ে উঠেছে ভাই ভাই মিনি পার্ক। সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রায় সাড়ে তিন বিঘা জমির উপরে নির্মিত মিনি পার্কটির পুকুরে দাড়িয়ে আছে বিশাল সাদা বক,মুখে মাছ নিয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্র বিন্দু।

পার্কটিতে শিশুদের জন্য বিনামূল্যে ৪টি রাইড। সাদা গোলাপ,লাল গোলাপ,জবা,পেয়ারা ,আম ,লিচু রজনীগন্ধা সহ রয়েছে অসংখ্য ফুল,ফল ও ঔষধি গাছ।প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ছোট শিশুদেরসহ পরিবার নিয়ে পার্কে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

গ্রামীন পরিবেশে এখানে বিনা টিকিটে শিশুদের নিয়ে সময় পার করা যায় তাই স্থানীয় এলাকা সহ দূর দূরান্ত থেকেও এখানে দর্শনার্থীরা আসছে। শফিকুল ইসলাম নামে এক দর্শনার্থী জানান,পরিবার নিয়ে বিকেলে সময় কাটানোর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে এই পার্কে,তবে পার্কে আরো কিছু রাইড যোগ করলে দর্শনার্থী বাড়বে।

ভাই ভাই মিনি পার্ক এর স্বত্বাধিকারী আসিফ মিয়া বলেন,পৌর শহরে কোন রকম বিনোদনের স্থান না থাকায় আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। শিশুরা বেড়ে উঠার মনোরম পরিবেশ সৃষ্টি করতে পেরেছি।সকলের সহযোগিতা পেলে আগামী দিন এই মিনি পার্কে বিভিন্ন রাইড সংযুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়