শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরে লামচরি রহিমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লামচরি রহিমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিদ্যালয়ের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিদায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সভাপতি সিদ্দিকুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামচরি আর এন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান চৌধুরীর কন্যা খিলগাঁও মডেল কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোঃ মাইনুদ্দিন, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কেরোয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম, বিশিষ্ট  সাংবাদিক মনিরুল ইসলাম ও বাংলা টিভির প্রতিনিধি এম আর সুমন প্রমুখ।

একটু সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক বাদ্যযন্ত্রে উপহার দিয়ে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। লেখা পড়া ও সংস্কৃতি ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পোঁছানো সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি আরো বলেন, তার বাবা হাবিবুর রহমান চৌধুরীর শিক্ষার প্রতি অতি গুরুত্ব দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে তাহার অবদানের কথা ভুলবার মত নয় বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়