শিরোনাম
◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে আরোহীর মৃত্যু, আহত-২

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে প‌ড়ে মো. হুমায়ুন কবীর (৫০) না‌মে এক আরোহী মৃত্যু  হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকা‌লে সদরের ভেদু‌রিয়া সড়‌কের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত মো. হুমায়ুন কবীর দৌলতখান উপ‌জেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর সুভী গ্রা‌মের কা‌জি বা‌ড়ির ইউনুছের ছে‌লে। আহত দুজনও একই উপ‌জেলার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

প্রত্যক্ষদর্শিতা জানান, সকা‌লের দি‌কে হুমায়ুন কবীরসহ আরও দুজন সদ‌র থেকে ভেদু‌রিয়া ঘা‌টের উদ্দে‌শ্যে মোটরসাইকেল নিয়ে রওনা ক‌রেন। হুমায়ুন মা‌ঝে ব‌সে ছি‌লেন। তারা ভেদু‌রিয়া থে‌কে ব‌রিশাল যাওয়ার কথা ছি‌ল। প‌থে ভোলা সদ‌রের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনে একটি কুকুর চলে আসে। এসময় মোটরসাইকেল‌টি নিয়ন্ত্রণ হা‌রিয়ে রাস্তার পাশে প‌ড়ে যায়। এতে মোটরসাইকে‌লে থাকা তিনজনই আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে চি‌কিৎসক হুমায়ুন কবীর‌কে মৃত ঘোষণা ক‌রেন। আহত দুজন হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পার‌ভেজ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়