শিরোনাম
◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালো বাংলাদেশি যুবক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপারে চোরাচালানের পণ্য আনতে গিয়ে মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামে এক যুবক পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল ) সকাল সাড়ে ৭টায় উপজেলার জারুলিয়া ছড়ি বিওপির ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের ওপারে মায়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত মো. তৈয়ব উপজেলার কম্বোনিয়া এলাকায় ছাবের আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, তৈয়ব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও মিয়ানমার থেকে গবাদি পশু চোরাচালানের বাহক হিসেবে কাজ করতেন। অন্য দিনের মতো মঙ্গলবার সকালেও চোরাচালানের পণ্য লেনদেন করতে মিয়ানমারের অভ্যন্তরে যান। সেখানে আগে থেকে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণের কবলে পড়লে তার ডান পায়ের গোড়ালিসহ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কারবারে সম্পৃক্ত না হতে সামাজিক ভাবেও নিরুৎসাহিত করা হচ্ছে। তবুও অতিলোভী কিছু মানুষ এই কাজ করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করছেন।উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়