শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় কারাগারে এক হাজতীর মৃত্যু

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মারা যাওয়া হাজতী সুজিত চন্দ্র দে জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মৃত বদির চন্দ্র দে ওরফে অধীর দে এর ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মিঠামইন থানায় গত ৯ই সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে গত ১৮ই ফেব্রুয়ারি থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তার হাজতী নং-১২২৯/২৫।

কিশোরগঞ্জ জেলা কারাগার সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে রাত ১টা ৪০মিনিটে কারাগার থেকে এম্বুলেন্সে করে হাজতী সুজিত চন্দ্র দে’কে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর রাত ২টা ২০মিনিটে সুজিত দে মারা যান।
 
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা  জানান, হাজতী সুজিত চন্দ্র দে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ই ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিল। মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ তার অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২০মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বুধবার হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়