শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৯:২৭ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাত্তরকে যারা অস্বীকার করবে, তাদের ভোট চাওয়ার অধিকার নেই : বরকত উল্যাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির কেন্ত্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে দেশ স্বাধীন হয়েছে। যারা একাত্তরকে অস্বীকার করে, যারা ত্রিশ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, তারা বাংলাদেশের স্বপক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই, তারা বাংলাদেশে ভোটে দাঁড়ানোর অধিকার নেই।

তিনি বলেন, অনতিবিলম্বে ড. ইউনূস নির্বাচনের রোডম্যাপ দিবেন, যেমনিভাবে ৯০ এর গণঅভুত্থানের পর বিচারপতি সাহাব উদ্দিন অতিদ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। আমরা আশা করি ড. ইউনূসও নাবালক বাচ্ছাদের কথা না শুনে দ্রæত নির্বাচনের ব্যবস্থা করবেন।

বুধবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে নছিমা আলম উচ্চ বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরকত উল্যাহ বুলু বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফাগুলো রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র সংস্কারের জন্য। বাংলাদেশের ইতিহাসে এরকম প্রস্তাব গত ৫৪ বছরে কোন রাজনৈতিক দল করতে পারেনি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে এই প্রস্তাব ঘোষণা করেছি।

তিনি বলেন, আজকে তারেক রহমান বলেছেন বিএনপি যদি ২৮০টি আসনও পায়, বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে বিএনপি নির্বাচিত হলে সর্বদলীয় সরকার গঠন করবে। বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ডা. এম মুক্তার হোসেনের সভাপতিত্বে ও শরীফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীনের সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য মাইন উদ্দিন তিতাস, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, নসিমা আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিল টিপুসহ অনেকেই বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়