শিরোনাম
◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৯:২৩ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এসময় কলাগাছে ওঠা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ঈদের তৃতীয় দিন হওয়ায় এ আয়োজনে বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার বিপ্লব। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা আবিদা সুলতানা বলেন, ঈদের আনন্দের পাশাপাশি ঘোড়দৌড় ও গ্রাম্য মেলা ঘিরে এলাকায় খুশির জোয়ার বয়ে যায়। 

মো. সোহেল মিয়া নামে আরেক দর্শনার্থী বলেন, পুরনো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি। অনেক ভালো লেগেছে। অনেক আনন্দ পেয়েছি। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদি জিয়া প্রজন্ম দলের ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার বিপ্লব বলেন, গ্রামবাংলার ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। তাইতো গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য ধরে রাখতে আর মানুষের ঈদ বিনোদনকে বাড়িয়ে তুলতে এমন আয়োজন করা হয়েছে। 

ঘোড়দৌড় প্রতিযোগিতা ৬টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মো. জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুনবহা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. নাজমুল হাসান, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান হাসান, নওশের মোল্লা, ইশারত খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়