শিরোনাম
◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা : কেন্দ্রীয় বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির দর কষাকষির অভিযোগ উঠেছে দাউদকান্দি উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকারের বিরুদ্ধে । দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এমন অভিযোগ তুলে ধরে স্ট্যাটাস দেন।যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এতে নেটিজনরা বিভিন্ন মন্তব্য করেন। 
 
বিএনপির এই কেন্দ্রীয় নেতার মঙ্গলবার(১এপ্রিল) দুপুর দেড়টার সময় ফেসবুকে  করা পোষ্টটি হুবুহুব তুলে ধরা হলো "  দাউদকান্দি উপজেলা যুবদলের আহবায়ক শাহআলম সরকার আমার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির দর কষাকষির অভিযোগ উঠেছে। 
 
আমি পরিষ্কার করে বলছি, এ ব্যাপারে আমার কোনো ধারণা নাই। অনতিবিলম্বে কুমিল্লা উত্তর জেলা যুবদলের এই বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি। 
 
আমার নাম ব্যবহার করে কেউ চাঁদা চাইলে তাকে প্রতিহত করুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। কোনও চাঁদাবাজের স্থান দাউদকান্দি ও তিতাসে হবে না।"

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার বলেন,  "আমাদের নেতা ফেসবুকে দেয়া স্টেটাসের একটি লাইনে লিখেছেন " আমি পরিষ্কার করে বলছি এ ব্যাপারে আমার কোনো ধারণা নাই"   বিষয়টি আমার কাছে কেমন যেন ষড়যন্ত্রের মতো মনে হচ্ছে।  বিগতদিনে আওয়ামী লীগের সাথে আতাত করে চলা লোকগুলো ৫আগষ্টের পর সামনের কাতারে এসে এখন ষড়যন্ত্র করছে।   
 
তিনি বলেন, সারা জীবন পরিচ্ছন্ন রাজনীতি করতে গিয়ে হামলা মামলার স্বীকার হয়েছি। এর জন্য দল পুরস্কার তিরস্কার যাই দেয় মাথা পেতে নেব। 
 
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি সাহাব উদ্দিনের মুঠোফোনে যোগযোগ করা হলে হলেও তিনি বলেন, "এই বিষয়টি আমরা কেন্দ্রীয় নেতাদেরকে জানিয়েছি এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের পক্ষ থেকেও তদন্ত করে দেখব সুনির্দিষ্ঠ অভিযোগ প্রমানিত হলে তাহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে৷"
  • সর্বশেষ
  • জনপ্রিয়