শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে

কাজী রাশেদ, চান্দিনা ( কুমিল্লা): পবিত্র ঈদুল ফিতরের পরদিন কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায়  ঘটনাস্থলে নিহত তিন জনের  পরিচয় পাওয়া গেছে। এরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের তোবারক উল্লাহ-র ছেলে রাসেল (৩০),কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সাহারপাড় গ্রামের মৃত: আব্দুল হালিমের ছেলে সেলিম ( ৪৫) এবং দুর্ঘটনা কবলিত বাসের সুপার ভাইজার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হারুনুর রশিদের ছেলে ফরহাদ হোসেন ( ২৯) উল্লেখ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা পালকী সিনেমা হলের সামনে  মঙ্গলবার সন্ধ্যায়  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গাছের সাথে ধাক্কা  লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনজন। আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। 

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস নামের একটি যাত্রীবাহী  বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় নারী শিশুসহ আহত হন আরও অন্তত ৩০ জন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  আহত ও নিহতদের উদ্ধার করি।নিহতদের পরিচয় শনাক্ত করার করার পাশাপাশি আমরা আহতদের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে  হাসপাতালে প্রেরণ করি। পরে লাশ সনাক্ত হলে  আইনী প্রক্রিয়া শেষে বিনা ময়না তদন্তে স্বজনদের নিকট হস্তান্তর করে দেই।তিনি আরো জানান, গাড়ি চালকের বিরুদ্ধে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়