শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ মেলায় ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তি ৯০!

শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে শিশুসহ কমপক্ষে ৯০ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ হওয়া রোগীদের অধিকাংশ অভয়নগর উপজেলার আশেপাশের  এলাকার বাসিন্দা। 

১ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়া রোগীরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসা শুরু করেন। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা শুরু করেন। 

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

নওয়াপাড়ার বাসিন্দা পিয়াল জানান, ভাংগাগেট ভৈরব ব্রিজের পুর্ব পাশে  দেওয়াপাড়ায় ঈদ মেলায় দেওয়া অস্থায়ী একটি ফুসকার দোকান থেকে কলসি  ফুসকা  নামের এক প্রকার ফুসকা খেয়ে তার পরিবারের ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং হয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে  রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। তিনি আরো জানান, বেশিরভাগ রোগীর পেটে ব্যথা ও বমির কারণেই তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়