শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন থেকে চলে আসা ৪০ কেজি ওজনের অজগর উদ্ধার!

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন থেকে চলে আসা বিশাল একটি অজগর সাপ ধরা পড়েছে। গতকাল রাতে ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সুন্দরবন সংলগ্ন বগী গ্রামের আমীর তালুকদারের বাড়ি থেকে উদ্ধার করেন অজগরটি। ১৬ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগরটির পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ২১ মার্চ সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছিল। ওই অজগরটির ওজন ছিল ৫৫ কেজি।

সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, বগী গ্রামের গৃহকর্তা আমীর তালুকদার গতকাল রাত ৯টার দিকে ফোন করে সাপের খবর জানান। রাতে গিয়ে তার বাড়ির বসতঘরের পাশের ঝোপ থেকে ১৬ ফুট লম্বা এই অজগরটি উদ্ধার করে বগী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়। সকালে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করেছন বনরক্ষীরা।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা সুন্দরবন থেকে চলে যাওয়া অজগরটি ধরে রাতে অফিসে দিয়ে আসে। ১৬ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগরটির পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়