শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৩২ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি কুষ্টিয়া : কুষ্টিয়ায় চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাদল (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে। ২৮ মার্চ শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদল শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।


এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন । 

পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মিঠুন নামের এক ব্যক্তির সাততলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, নিহত  বাদল শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে শুক্রবার রাতে চোর খুজতে গিয়ে সাততলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে  ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়