শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১১:৪২ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিস্তিতে ‘ঘুষ নেন’ এসআই, ভিডিও ভাইরাল

সিলেটের বিশ্বনাথ থানা-পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে কিস্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নিজের তদন্তাধীন মামলা থেকে ধর্তব্য ধারা বাদ, দুর্বল চার্জশিট প্রদান ও আসামি না ধরতে কয়েক কিস্তিতে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযুক্ত এই এসআইয়ের (নিরস্ত্র) নাম মো. আলীম উদ্দিন (বিপি-৭৫৯৪০৪৫২৬৩)।

ঘুষ নিয়েও কথামতো কাজ না করায় এবার ঘটেছে বিপত্তি। এক ব্যক্তি ঘুষের টাকা ফেরত চাইলে বেমালুম অস্বীকার করে বসেছেন আলীম উদ্দিন।ঘুষ লেনদেনের দুই কিস্তির ভিডিও আগেই গোপনে ধারণ করে রাখেন ওই ব্যক্তি। ভিডিওটি আজ মঙ্গলবার বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওচিত্রে দেখা যায়, থানা কম্পাউন্ডের বৈঠকখানায় বসে গুণে দেওয়া ঘুষের কিস্তি হাসিমুখে পকেটে পুরছেন এসআই আলীম। টাকা পকেটে ভরে তাকে বলতেও শোনা যায়, ‘চার্জশিটের জন্য লাগবে পুরো ২০ হাজারই।’ অন্য ভিডিওতে দেখা যায়, মামলার মেডিকেল রিপোর্টের জন্য অন্য কিস্তির পুরো ২০ হাজারের জন্য দেন-দরবার করছেন তিনি।

সূত্র জানায়, গত বছরের ২০ আগস্ট উপজেলার দৌলতপুর ইউনিয়নের আনরপুর গ্রামের মকবুল আলী ও জুনেদ হোসেন গংদের মধ্যে পূর্ব-বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মকবুল আলী প্রতিপক্ষ জুনেদ গংদের নামে মামলা (থানার এফআইআর নম্বর ২০, তারিখ ২৮.০৮.২০২৪) দেন। ক্রমান্বয়ে এ মামলার তদন্তভার পান এসআই মো. আলীম উদ্দিন।

আসামিপক্ষ তাদের আপন তালতো ভাই, উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ফয়ছল আহমদকে দায়িত্ব দেন মামলার বিষয়টি তাদের হয়ে দেখভালের জন্য। এর সুবাধে তিনি মামলার বিভিন্ন বিষয়ে পরামর্শ ও আইনি সহায়তা নিতে যোগাযোগ করেন এসআই আলীম উদ্দিনের সঙ্গে। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তার সাথে মামা-ভাগনের সম্পর্ক পাতেন চতুর আলীম।

একপর্যায়ে মামলার বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়ার লোভনীয় অফার দেন তিনি। প্রত্যেকটির জন্য বিনিময়ে দাবি করেন পৃথক পৃথক অনৈতিক সুবিধা (ঘুষ)। বিভিন্ন সময়ে ২০ হাজার করে ৪ কিস্তি ও ১০ হাজার করে ২ কিস্তিতে সুকৌশলে আদায় করে নেন লক্ষ টাকা। পরে, কথামতো কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে ভয়-ভীতি দেখিয়ে, তাকেও ফাঁসানোর হুমকি দেন উল্টো।

ভুক্তভোগী ফয়সল আহমদ অভিযোগ করে বলেন, ‘সরলতার সুযোগ নিয়ে হীন উদ্দেশ্যে মামা-ভাগনে সম্পর্ক পেতে দারোগা আলীম আমাকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছেন। আত্মীয়-স্বজনদের কাছে, আমার ব্যক্তিত্ব-সততাকে প্রশ্নবিদ্ধ করে কিস্তিতে লাখ টাকা নিয়েও উল্টো আমাদের হয়রানি করেছেন। একবার কিছুটা সন্দেহ হলে আমি লেনদেনের দুটি ভিডিও ধারণ করে রাখি। কথামতো কাজ না করায় টাকা ফেরত চাইলে তিনি উল্টো আমাকে ভয়-ভীতি দেখান। বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেন। এ বিষয়ে আমি আজ মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে এসআই মো. আলীম উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর না দিয়ে কল কেটে দেন। পরে, একাধিকবার কল করলেও আর রিসিভ করেননি।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্তমকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আগে জেনে নেই। সত্য হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়