শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৫৩ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে চাঁদাবাজির অভিযোগে ২জন গ্রেফতার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : সিলেটের পি‌ডি‌বি প্রজেষ্ট অ‌ফিসের অধীনে ছাতকে মেরামতে নামে বিদ‌্যুৎ গ্রাহকদের কাছ থেকে চাঁদাবা‌জি করতে গিয়ে দুই জনকে গ্রেফতার করেছে সেনাবা‌হিনী। গত সোমবার বিকালে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম উপজেলার জাউয়া বাজার এলাকায় দেওকাপন গ্রামে অভিযান চালিয়ে মাসুম চৌধুরী ও ফজলুর রহমান ওরফে ফাহাদকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউখালী প্রকাশ কাউলজানী গ্রামের মৃত সাহাদাত আলী চৌধুরী পুত্র ও ফজলুর রহমান ফাহাদ (৩২) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গুহকোনা গ্রামের বাদশাহ মিয়ার পুত্র। তারা দু'জনই জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের সেলিম সি‌দ্দিকীর বাড়িতে ভাড়াটে থাকেন। 

গত মঙ্গলবার সকালে আসামীদেরকে ছাতক থেকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত সোমবার রাতে উপজেলার জাউয়াবাজার ইউপির দেওকাপন গ্রামের মৃত আব্দুস ছত্তারের পুত্র সাইদুল হক বাদী হয়ে ঠিকাদা‌রি প্রতিষ্টানের মা‌লিক হাজী শহীদ তালুকদারকে প্রধান, তার শ‌্যালক মাসুম ও ফজলুর রহমান, কামাল তালুকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা আশরাফ, উপজেলা যুবলীগ নেতা চাদ মিয়া ও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির পুরান বাঁশতলা গ্রামের আইন উদ্দিনের পুত্র আজিজ রহমান নাম উল্লেখ করে প্রতারনা ও চাঁদাবা‌জির মামলা থানায় রুজু করেন।

এ বিষয়ে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, চাঁদাবা‌জি করতে গিয়ে সেনাবা‌হিনীর হাতে দুজন গ্রেফতার হন। পুরাতন লাইন মেরামতের নামে ৫বছর ধরে এক‌টি চাঁদাবাজ চত্রু প্রতারনা করে আসছে ছাতকে। এ চত্রেুর বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন‌্যান‌্য আসামীদের গ্রেফতারে অ‌ভিযান অব্যহত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়