শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৪৯ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গণপূর্ত বিভাগের পরীক্ষাগার উদ্বোধন, রোধ করবে ভেজাল নির্মাণ সামগ্রী

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুরে গণপূর্ত বিভাগের উদ্যোগে পরিকল্পনা, প্রশিক্ষণ ও নির্মাণ সামগ্রী পরীক্ষারগার উদ্বোধন করা হয়েছে। ল্যাবটি দ্বারা এই বিভাগের অধিনে থাকা উন্নয়নমূলক কর্মকান্ডে অনিয়মসহ ভেজাল সামগ্রী রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার(১৮ মার্চ) দুপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে পরীক্ষাগারটির উদ্বোধন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। পরে তিনি পরীক্ষারগারটি পরিদর্শন করেন। এর আগে বিভাগটির অধিনে থাকা চলমান উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীকে জনগণমূখী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রতিটি কাজকে আন্তরিকতার সাথে দেখতে হবে। আমরা যে বিরাট ক্ষমতাবান এই চিন্তা করা যাবে না। আপনার দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের কাজে অবদান রাখতে হবে। আমরা এভাবেই প্রতিটা ক্ষেত্রে অবদান রাখতে চাই। উন্নয়নমূলক কর্মকান্ডে কোনো অনিয়ম চলতে দেয়া হবে না হুশিয়ারী দিয়ে তিনি বলেন- অনিয়ম চলবে না। কেউ যদি অনিয়ম করে, তাহলে অনিয়মের কারনে যে ভোগান্তি হবে, সেটা তারই ভোগ করতে হবে। অনেক সময় আমরা সঠিক দিক-নির্দেশনা দিতে পারি না, যে কারনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এখন আমরা সেটা চাই না। আমাদের দিক-নির্দেশনা স্পষ্ট, আমরা মানুষের জন্য কাজ করব। মানুষ যেন সত্যিকার অর্থে বুঝতে পারে এই সরকার জনগণের জন্য কাজ করছে।  

মতিবিনিময় শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রামণ্যচিত্র তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগ। এ সময় চলমান প্রকল্প, বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জোনের এসি তত্ত্বাবধায়ক (প্রধান প্রকৌশলী) বাহাদুর আলী, পিএনডির নির্বাহী প্রকৌশলী মো. আবু সুফিয়ান মাহবুব, ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ও গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে  বৃক্ষরোপণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়