শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিন আতঙ্কে কারখানার ১৩ শ্রমিক অসুস্থ

গাজীপুরে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় জিন আতঙ্কে হঠাৎ ১৩ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা শেষে বাসায় পাঠিয়েছে কারখানা কর্তৃপক্ষ। দুপুর সোয়া ১২টার দিকে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকায় ওই গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ হওয়া শ্রমিকরা হলো পারভীন আক্তার (২০), সাবিনা (২০), হালিমা (২২), লিজা (২৪), সানজিদা (২২), তাহমিনা (২১), শিখা খাতুন (২০), লিপি আকতার (১৯), নার্গিস সুলতানা (২০), বিউটি আক্তার (২৪), সানজিদা বেগম (২১), আছমা খাতুন (৪০) এবং হাকিম (২৭)। আহত প্রত্যেকেই বাঘের বাজার হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

নারী শ্রমিক আছমা খাতুন জানান, কয়েক দিন যাবৎ কারখানায় অনেকে আলোচনা করছে ওয়াশরুমে জিনের আছর (ভর) রয়েছে। এমন গুজবে কারখানার এক শ্রমিক প্রথমে ভয় পায়। তবে সে কী দেখে বা কী কারণে ভয় পেয়েছে তা কেউ সঠিকভাবে বলতে পারে না। একজনের দেখাদেখি অন্যরা পড়ে গেলে কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বাঘের বাজার হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক সিহাব আহাম্মদ ইবনে জামান বলেন, ‘প্রথম যে রোগী আসেন তিনি অজ্ঞান ছিলেন। এরপর আমরা একে একে আরও ১২ জন অসুস্থ শ্রমিককে চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে অনেকে দুর্বলতা থেকে অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে খিঁচুনি ও মাথা ঘুরে পড়ে গেছেন। অসুস্থ শ্রমিকরা (রোগী) চিকিৎসককে বলেন তাদের মধ্যে থেকে একজন ভয় পেয়েছে। তবে কী দেখে ভয় পেয়েছে তা কেউ বলতে পারে না। একজনের অসুস্থতা দেখে অন্যরা অসুস্থ হয়ে পড়েন।’

গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, ‘শ্রমিকরা কেন অসুস্থ হয়ে পড়ছে বলতে পারছি না। গত কয়েক দিন আগেও এ কারখানার ১৫ জন নারী শ্রমিক ভূত আতঙ্কে অসুস্থ হয়েছিল।’

এ বিষয়ে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানার দায়িত্বশীল কোনও কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়