শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০২:৪৭ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় শত্রুতার জেরে যুবককে গলা কেটে হত্যা

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল ওই গ্রামের মো. জামান মিয়ার ছেলে।

গতকাল রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই গ্রামের ব্যাটারিচালিত একটি অটোরিক্সা গ্যারেজের পেছন থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত বিল্লাল অটো রিক্সা চালাতেন।

পরিবারের অভিযোগ, ইয়াবা সেবন ও ব্যবসায় অনিহা প্রকাশ করায় পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করেছে। যারা খুন করেছে তারা সবাই একই এলাকার। পুলিশ বলছে, নিহত বিল্লালের পিতা মাতা একেক সময় ককেক কথা বলেন; কখনও মাদক কখনও জাল চুরি নিয়ে এ খুন।

নিহত বিল্লালের বাবা মো. জামান মিয়া জানান, বিল্লালকে যারা খুন করেছে তারা এক সঙ্গে মাছ শিকার করতো আবার ইয়াবা সেবনও করতো। তারা সবাই একই গ্রামের। সহযোগীরা সব সময় তাকে মাদক সেবন ও ব্যবসার জন্য চাপ দিত। কিন্তু এতে সে (বিল্লাল) রাজী হতো না। এ নিয়ে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এরই জেরে
গতকাল রাতে জসিম, নজরুল, বুধু, সেলিম, সারোয়ার, মহসিন, সুমন তাকে ইয়াবা সেবনের কথা বলে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে। এর জন্য ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, নিহতের পিতা মাতা একেক সময় একেক কথা বলছেন। একবার বলছেন মাদকের কথা, আবার বলছেন মাছ ধরার জাল চুরির অভিযোগের কথা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এখনও কেউ গ্রেফতার হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়