শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সেই বৃদ্ধ গ্রেপ্তার

মাগুরায় ধর্ষকের ন্যাক্কারজনক ক্ষত নিয়ে কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছে ৭ বছরের শিশু আছিয়া। আলোচিত সেই ঘটনার রেশ কাটতে না কাটতে গাজীপুরের কালিয়াকৈরে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে শনিবার রাতে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অপর ধর্ষণের চেষ্টাকারী পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কারল সুরিচালা এলাকার মৃত বাহারুদ্দিনের ছেলে মোহর আলী (৫৯) ও নাটোরের সিংড়া থানার ক্ষিরপোতা বামিহাল এলাকার মৃত আবু তাহেরের ছেলে তফিজ উদ্দিন (৫০)।

এলাকাবাসী, শিশুদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার কারল সুরিচালা এলাকায় মাদরাসায় পড়ুয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে বাসা ভাড়া বাসায় থাকত। ঘটনার দিন বিকেলে সে বাসার পাশে খেলছিল। এ সময় পেয়ারা খাওয়ানোর কথা বলে পাশের নির্জন বাঁশঝাড়ে নিয়ে যান অভিযুক্ত মোহর আলী। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। তখন বৃদ্ধ মোহর আলীকে আটক করে এলাকাবাসী।

অপরদিকে উপজেলার ডাইনকিনি এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটি তার পরিবারের সঙ্গে একই এলাকায় ভাড়া বাসায় থাকত। গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে শিশুটিকে পা টিপতে বলেন একই বাসার ভাড়াটে তফিজ উদ্দিন। প্রথমে সে রাজি না হলে তিনি তাকে বিভিন্নভাবে বুঝিয়ে তার বাসায় নিয়ে যান। এক পর্যায়ে শিশুটির চিৎকারে তিনি আতঙ্কিত হলে শিশুটি দরজা খুলে বেরিয়ে যায়। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে শিশুটির মা বাদী হয়ে রবিবার সকালে মামলা দায়ের করেন।


এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ধর্ষণের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এক ধর্ষণের ঘটনায় মোহর আলী নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর ধর্ষণের ঘটনার আসামি পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়