শিরোনাম
◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 মৌলভীবাজারে শিশু বানর ও পাহাড়ি ময়না পাখি উদ্ধার করলো বন বিভাগ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে খাঁচাবন্দী একটি শিশু বানর (Rhesus Macaque) ও একটি পাহাড়ি ময়না (Hill Myna) পাখি উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার দুটি বাড়িতে একটি শিশু বানর ও একটি পাহাড়ি ময়না পাখি খাঁচায় বন্দী রেখে লালন-পালন করে আসছিল দুই পরিবার। খবর পেয়ে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামের নেতৃত্বে ওই দুই বাড়িতে অভিযান চালিয়ে শিশু বানর ও পাহাড়ি ময়না পাখি উদ্ধার করা হয়। তবে বন বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যান।

শিশু বানর ও পাহাড়ি ময়না পাখি উদ্ধার করে শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং, বিকেল ৫টার সময় কমলগঞ্জ পৌরসভার করিমপুর এলাকার মকছদ মিয়া ও আবু আলীর বাড়ি থেকে এ দুটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী সালাহউদ্দিন শুভ, স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম, আনসার ও ভিডিপি সদস্য আশরাফুল আলম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম ও সুব্রত সরকার-সহ প্রমুখ।

শুক্রবার সেপ্টেম্বর ২০২৪ ইং, লাউয়াছড়া বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বানর ও পাখিটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে আনা হয়েছে। লাউয়াছড়া বনে বানর ও পাখিটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়