শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

জামাল হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা): [২] চুয়াডাঙ্গা জীবননগরের কয়া গ্রামে শনিবার সন্ধ্যায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধু জীবননগর থানায় চার জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিলে সোমবার সকালে লাল্টু মল্লিক ও ইকরা হোসেন নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃত দুই ধর্ষক- উপজেলার কয়া গ্রামের আবুল কালামের ছেলে লাল্টু মল্লিক (৩০) ও একই গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে ইকরা হোসেন (৪৫)। মামলার অন্য দুজন আসামি হলেন- কয়া গ্রামের নওশের আলীর ছেলে খালিদ হোসেন (২২) ও মুসা আলীর ছেলে জব্বার হোসেন (১৮)।

[৪] জীবননগর থানা সুত্র থেকে জানা গেছে, উপজেলার কয়া গ্রামের দুই সন্তানের জননী শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে গেলে একই গ্রামের লাল্টু মল্লিক, খালিদ হোসেন, জব্বার হোসেন ও ইকরা হোসেন তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শবর্তী একটি পেয়ারা বাগানে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করেন।

[৫] ধর্ষণের পর তাকে হত্যার হুমকি দিয়ে বলেন, যেন ধর্ষণের ঘটনা কাউকে না বলে। তবে ওই গৃহবধূ রোববার ওই চারজনের নামে নিজে বাদী হয়ে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

[৬] জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ভিকটিম নারী নিজেই বাদী হয়ে  চার জনের নামে একটি মামলা করেছেন। আমরা আমামীদের মধ্যে দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়