শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

মোবারক হোসেন, খাগড়াছড়ি: [২] খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘন্টা পর মো. জিসান (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল। জিসান গঞ্জপাড়া এলাকার মো. মিজানের ছেলে।

[৩] শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বাসটার্মিনাল সংলগ্ন শান্তিনগর মাঝির ঘাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

[৪] খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের মো. জমির উদ্দিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে বেলা ১২টার কিছু আগে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে রাঙ্গামাটি থেকে ডুবুরী দল এসে বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে করা হয়। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] খাগড়াছড়ি পৌর সভার প্যানেল মেয়র মো. শাহ আলম জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে চেঙ্গী নদীর পানি বাড়লে ‘শান্তিনগর মাঝির ঘাঠ’ নামকস্থানে একজন/ দুইজন যুবক নিখোঁজ হয়। গত বছরও দুইজন যুবক নিখোঁজ হয়েছিলো। খাগড়াছড়ি জেলাতে কোনো ডুবুড়ী দল নেই। নদীতে বা পুকুরে কোনো ডুবে যাওয়ার দুর্ঘটনা ঘটলে পাশের জেলা রাঙ্গমাটি থেকে ডুবুড়ী দল এনে কাজ করতে হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়