শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] মা শয়ন কক্ষে ঘুমাচ্ছে, আর ছেলে মারুফ হোসেন (৬) খেলা খেলতেছে। হঠৎ মায়ের চোখে ঘুম চলে আসে। তখন ছেলে মারুফ মায়ের খাঠের পাশে চেয়ারে থাকা বৈদ্যুতিক মাল্টিপ্লাগে লোহার পাত দিয়ে খেলতে গিয়ে মারা যায়। 

[৩] বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশু মারুফ ওই এলাকার আল আইন প্রবাসী মো. বাবরের ছেলে।

[৪] সরেজমিনে দেখা যায়, শিশু মারুফের মা ইয়াছমিন আকতার ও দাদি লায়লা বেগম শিশু মারুফকে হারিয়ে আহাজারি করছেন। তাদের আহাজারি আর বিলাপে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

[৫] নিহতের মা ইয়াছমিন আকতার বলেন, আমি রাতের খাবার খেয়ে ছেলেকে শয়ন কক্ষে নিয়ে যায়। ছেলে খেলতে খেলতে আমার চোখ লেগে আসে। হঠাৎ উঠে দেখি আমার ছেলে বিচানায় নেই। বিচানার নিচে মাল্টিপ্লাগের পাশে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে। আমি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা আমার কক্ষে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে তাকে কবরস্থ করা হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়