শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:২৭ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি নেতার আঙ্গুল কেটে নিয়ে গেল কিশোর গ্যাং

রাজধানীর বনানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই যোদ্ধা মো. আব্দুর রহমান রাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে নিয়ে গেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাসপাতালে গুরুতর চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকে তথ্যটি জানান তিনি। আব্দুর রহমান রাকিব বনানী থানা এনসিপির সমন্বয়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুর আনুমানিক দুইটার দিকে স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীবসহ কয়েকজন মিলে বনানী কড়াইলের এরশাদ মাঠ এলাকায় অবস্থিত রাকিবের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের হাতের আঙ্গুল কেটে নিয়ে যায় তারা। হামলাকারীদের মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে তামিম রয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। এ ঘটনায় সামাজিক বিচারে রাব্বিকে জরিমানা করায় রাকিব ও তার পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এর জেরে কয়েকদিন ধরে এনসিপি ও শাপলা প্রতীক নিয়ে রাকিবকে অশ্রাভ্য ভাষায় মন্তব্য করে আসছিল রাব্বি ও তার সহযোগীরা। এসবের প্রতিবাদ করায় দলবল নিয়ে রাকিবের বাসায় হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা।

হামলার শিকার এনসিপি নেতা মো. আব্দুর রহমান রাকিব জানায়, আমি ও আমার ছোট ভাই জুলাই আন্দোলনে যুক্ত ছিলাম। ৫ আগস্টের পর থেকেই ওরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। দুপুরে চাপাতি, লাঠিসোটা হাতে ওরা আমার বাসায় হামলা চালায়। হামলার সময় আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তা ঠেকাতে গেলে চাপাতির কোপ আমার হাতে এসে লাগে। এতে আমার বাম হাতের আঙ্গুল পড়ে গেছে। 

রাকিব জানান, সন্ত্রাসীরা যাওয়ার সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, এই ঘটনাটি অবগত আছি। যতটুকু জেনেছি ওনারা (ভুক্তভোগী পরিবার) হাসপাতালে আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়