রাজধানীর কলাবাগান থানাধীন একটি বাসার ফ্রিজ থেকে মুখ বাধা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তাসলিমা আক্তার।
সোমবার রাতে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাত পনে ১২ টার দিকে কলাবাগান থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক যুগান্তরকে বলেন, ‘কলাবাগান ফাস্ট লেনের একটি ভাড়া বাসার ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখন আমরা লাশ বাসা থেকে নামাচ্ছি।’
এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি। জানা গেছে, স্বামী ও তিন মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তাসলিমা। এ ঘটনায় তার স্বামী জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।