শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরায় পুলিশের সিগনাল অমান্য করে প্রাইভেট কারে পালিয়ে যাওয়ার সময় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আজ বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম।

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন—চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার পশ্চিম ডেমরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (৫০) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার কলাতলী গ্রামের আব্দুল কালামের ছেলে রমজান মিয়া (৩৭)।

এ ঘটনায় করা মামলার নথিতে দেখা যায়, প্রাইভেট কারটিকে পুলিশ সিগন্যাল দিলে তাঁরা গাড়ি থেকে কিছু একটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সামনে থাকা লোকজন ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। এ সময় আটককৃতদের তল্লাশি করতে চাইলে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁরা। এ সময় উপস্থিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়।

এ বিষয়ে এসআই নাজমুল আলম বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজন মাদক কারবারি। তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁরা ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা থেকে নিয়ে গাজীপুরে যাচ্ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়