শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পল্লবীতে নারী সাংবাদিককে নির্মাণাধীন ভবনে গণধর্ষণের স্বীকারোক্তি দিলেন এনামুল হক

রাজধানীর পল্লবীর বারনটেকের ‘গ্রিন সিটি’ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এক নারী সাংবাদিককে সারারাত আটকে রেখে গণধর্ষণের মামলায় আসামি এনামুল হক (৩৮) আদালতে স্বীকারোক্তিমূলজ জবানবন্দি দিয়েছেন। অপর আসানি হামিদুর রহমান রাসেলকে (৫৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার এনামুল হকের জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাইয়ূম আদালতে উপস্থিত না থাকায় রিমান্ড শুনানি জন্য আগামী ২৩ মার্চ ঠিক করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি। একইসঙ্গে আসামি হামিদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ূম দুই আসামিকে আদালতে হাজির করেন। আসামি এনামুল হকের জবানবন্দি রেকর্ড করার এবং হামিদুর রহমানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান ওই নারী সাংবাদিক। এ সময় ১৬ জন তাকে ঘিরে ধরে। সেখান থেকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ ১৬ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী সাংবাদিক। মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার পল্লবী এলাকা থেকে এনামুল হক ও হামিদুর রহমান রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়