মাজহারুল মিচেল: [২] রাজধানীতের ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কমলেও ঢাকার বাইরে এখনও একই রকম রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার বাইরে এখনও সচেতনতার অভাব রয়েছে।
[৩] ভাইরোলজিস্ট সমিতির সভাপতি অধ্যাপক ড. জুলফিকার মামুন জানান, সরকারি যেসব প্রচার প্রচরনা চালানো হয়েছে তা বেশিরভাগই শহর কেন্দ্রিক। গ্রামগুলোতে এখনও প্রচারের পরিমান কম। যারফলে গ্রামের মানুষকে সচেতনতার আওতায় আনার আহ্বান জানান।
[৪] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম রোববার (২৬ নভেম্বর) ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত ঢাকার বাইরে দুই লাখ এক হাজার ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাতে ২১৭ জন এবং ঢাকার বাইরে ৭৫৪ জন ভর্তি হন। সারা দেশে মোট এক হাজার ২৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
[৫] বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতের মধ্যে এক জন ঢাকাতে এবং দুই জন ঢাকার বাইরে মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন লাখ আট হাজার ১৬৭ জন। সম্পাদনা: তারিক আল বান্না
এমএম/টিএবি/এনএইচ