শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম বাড়াল সরকার ◈ বাংলাদেশে ইসকনের সবাই ভালো আছে, পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে: আধ্যাত্মিক নেতা (ভিডিও) ◈ ভারতের সাথে রাজনীতি ও কূটনীতি নিয়ে বাংলাদেশের অবস্থান কী?  ◈ টি-টোয়েন্টি ক্রিকেটে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল ◈ প্রকৃত অর্থে একটি দেশের পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত আমরা সেই রকম পুলিশ হতে চাই : ডিএমপি  ◈ যুক্তরাজ্যের লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে পালিয়ে যাওয়া মন্ত্রী–এমপিরা ◈ এবার বিপিএল মাতাবেন আসিফ আকবর ◈ আলু, পেঁয়াজ, চালে বাংলাদেশ ভারতের ওপর কতটা নির্ভরশীল? ◈ ভারতে ধর্ষণের দায়ে আ’লীগের ৪ নেতা গ্রেফতার! ◈ ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশি কোনো দেশে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩, ০৮:২৯ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৩, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও মৃত্যু ৩, ভর্তি ৯৭১

ঢাকার বাইরে ডেঙ্গু রোগী ২ লাখ ছাড়িয়েছে

মাজহারুল মিচেল: [২] রাজধানীতের ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কমলেও ঢাকার বাইরে এখনও একই রকম রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার বাইরে এখনও সচেতনতার অভাব রয়েছে।

[৩] ভাইরোলজিস্ট সমিতির সভাপতি অধ্যাপক ড. জুলফিকার মামুন জানান, সরকারি যেসব প্রচার প্রচরনা চালানো হয়েছে তা বেশিরভাগই শহর কেন্দ্রিক। গ্রামগুলোতে এখনও প্রচারের পরিমান কম। যারফলে গ্রামের মানুষকে সচেতনতার আওতায় আনার আহ্বান জানান।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম রোববার (২৬ নভেম্বর) ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত ঢাকার বাইরে দুই লাখ এক হাজার ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাতে ২১৭ জন এবং ঢাকার বাইরে ৭৫৪ জন ভর্তি হন। সারা দেশে মোট এক হাজার ২৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

[৫] বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতের মধ্যে এক জন ঢাকাতে এবং দুই জন ঢাকার বাইরে মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন লাখ আট হাজার ১৬৭ জন। সম্পাদনা: তারিক আল বান্না

এমএম/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়