শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৯:৩৫ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন

মুযনিবীন নাইম: [২] রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে।

[৩] বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ সূত্রে এ তথ্য জানা গেছে।

[৪] নাম প্রকাশে অনিচ্ছুক মর্গের এক সহকারী জানান, গত ১৭ জুলাই তারিখ থেকে এ পর্যন্ত কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য, দুইজন সাংবাদিক ও একজন আনসার সদস্য রয়েছেন। এদের মধ্যে অজ্ঞাত আটটি মরদেহ বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৫] তিনি বলেন, গত ১৭ জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সবুজ আলীসহ দুইজনের ময়নাতদন্ত হয়। এছাড়া, গত ১৯ জুলাই ছয়জনের, ২০ জুলাই ২১ জনের, ২১ জুলাই ৩৬ জনের, ২২ জুলাই ১০ জনের, ২৩ জুলাই নয় জনের, ২৪ জুলাই তিন জনের ও ২৫ জুলাই দুইজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

[৬] জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে দুই পুলিশ সদস্যের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে তারা হলেন, রায়েরবাগে গুলিবিদ্ধ এএসআই মুক্তাদির ও রায়েরবাগে গণপিটুনিতে নিহত নায়েক মোহাম্মদ গিয়াস উদ্দিন। 

[৭] এছাড়া, দুই সাংবাদিক হলেন, যাত্রাবাড়ীর কাজলায় গুলিবিদ্ধ ঢাকা টাইমসের মেহেদী হাসান ও নিউমার্কেটে দ্য ডট লাইভের তাহির জামান প্রিয়।

[৮] এদিকে, মতিঝিলে গুলিবিদ্ধ হয়ে নিহত আনসার সদস্য জুয়েলের মরদেহেরও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।এছাড়া, ময়নাতদন্ত ছাড়াই আটজনের মরদেহ স্বজনরা নিজ দায়িত্বে নিয়ে গেছেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়