শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০১ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ৬ মৃত্যু, শনাক্ত ৬৪৫

ডেঙ্গুর আক্রান্তের সূচক একই রুপ রয়েছে: ভাইরোলজিস্ট সমিতি

মাজহারুল মিচেল: [২] শীতে ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা কমলেও এখনো আক্রান্তের সংখ্যা একই রুপ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ভাইরোলজিস্ট সমিতি।

[৩] সমিতির সভাপতি অধ্যাপক ড. জুলফিকার মামুন বলেন, আমাদের দেশের সব জায়গায় ডেঙ্গু ছড়িয়ে পড়ায় এখনও সূচক আগের মতই আছে। তবে আমরা যদি আমাদের সচেতনতাকে ও বাড়ি ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারি তবে এ সূচকও কমে যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

[৪] এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫৮৩ জনের মৃত্যু হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১ হাজার ৬ জন। সম্পাদনা: তারিক আল বান্না 

এমএম/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়