শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপায়ণ সিটি ও এভার কেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই

মনজুর এ আজিজ: রূপায়ণ সিটি ও এভার কেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উত্তরায় রূপায়ণ সিটির নিজ কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। 

এই চুক্তির আওতায় রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ অনুমোদিত ব্যক্তি অগ্রাধিকার ভিত্তিতে নিজের ও পরিবারের সদস্যের জন্য এভারকেয়ার হাসপাতাল ঢাকা থেকে বিশেষ সুবিধায় সেবা গ্রহণ করতে পারবে। প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কর্পোরেট ডেস্ক থেকে রূপায়ণ সিটির গ্রাহক ও অনুমোদিত ব্যক্তিবর্গ এই সুবিধা নিতে পারবে।

রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও এভারকেয়ার হাসপাতালের হেড অব মার্কেটিং ভিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার পক্ষে সিনিয়র জিএম এইচ আর ও অ্যাডমিনিস্ট্রেশন, এইচ এম ফরিদুর রহমান, কাস্টমার সার্ভিস ডিভিশনের জিএম জায়দুর রশীদ, জিএম ও হেড অব ফাইন্যান্স মো. মোর্শেদ আলম, ডিজিএম মার্কেটিং কাজী সারজীল হাসান, এভারকেয়ার হাসপাতালের পক্ষে ডিজিএম এ এম আবুল কাশেম রনি, সহকারী ম্যানেজার মো. ইফতেখার হোসেন প্রমুখ।

এমএএ/এনএইচ  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়