মাজহারুল ইসলাম: বুধবার (৮ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, চিকিৎসাধীন ওই ১০ জনের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। অনেকের শরীরের ৯০ শতাংশ, কারো ৮০ শতাংশ আবার কারো ৫০ ভাগ দগ্ধ হয়েছে।
দুর্ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে ১১ জন রোগী ভর্তি হয় জানিয়ে সামন্ত লাল বলেন, শরীর দগ্ধ না হওয়ায় একজনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। বাকি ১০ জনের মধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ সাপোর্টে আছে। আর বাকিরা আছেন এসডিইউতে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণে আহত হন শতাধিক।
এমআই/এসবি২