শিরোনাম
◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৩, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৩, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্মড ফোর্সেস আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা ১১মার্চ

আর্মড ফোর্সেস আর্মি মেডিকেল

শাহীন খন্দকার: বাংলাদেশ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে দেশের পাচঁটি আর্মি মেডিকেল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষেও প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা ১১ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। এই ডাউনলোড চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের উল্লেখিত ওয়েবসাইটে (http://afmc.teletalk.com.bd) গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। মঙ্গলবার (৭ মার্চ) আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১১ মার্চ ঢাকা সেনানিবাসসহ দেশের মোট ৬টি সেনানিবাসে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বরের হবে।

অন্যদিকে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ভিত্তিতে নম্বর থাকবে ২০০। সেক্ষেত্রে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুণ ৭৫ নম্বর (সর্বোচ্চ) আর এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুণ ১২৫ নম্বর (সর্বোচ্চ)। তবে পরীক্ষার্থী যদি পূর্বে মেডিকেল/ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষেত্রে তার ৫ মার্ক এবং পরীক্ষার্থী যদি মেডিকেল/ডেন্টালের ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে।

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে থাকবে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: পদার্থবিজ্ঞান ৩০, রসায়ন ৩০, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ৫।  লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। তাছাড়া ১০০ নম্বরের মধ্যে ৪০ এর কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

এসকেএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়