শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৩, ০৪:২৯ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

ইনসাফ বারাকাহ হাসপাতালে কম খরচে কিডনি চিকিৎসা  

ইনসাফ বারাকাহ হাসপাতাল

রিয়াদ হাসান: বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কম খরচে কিডনি চিকিৎসা এবং ১৫ দিনব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ হাসপাতাল। ১মার্চ থেকে শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পটি ১৫মার্চ পর্যন্ত চলবে। সোমবার (৬ মার্চ) সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ইনসাফ বারাকাহ হাসপাতাল রাজধানীর মগবাজারে অবস্থিত।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা একুশে পদক প্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান। সভায় সভাপতিত্ব করেন ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।

অধ্যাপক ডা. মো. ফিরোজ খান বলেন, কিডনি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আশংকা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে। মৃত্যুঘাতী হিসেবে কিডনি রোগের অবস্থান দুই যুগ আগে ছিল ২৭তম, বর্তমানে এটা দাঁড়িয়েছে ৭ম এবং ২০৪০ সালে ৫ম অবস্থানে পৌঁছাবে ।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: এম ফখরুল ইসলাম জানান, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন চিকিৎসা এবং সেবামূলক কর্মসূচী আয়োজন করতে যাচ্ছি। আগামী ৯ মার্চ সারা বিশ্বে কিডনি দিবস পালন করা হবে। তিনি বলেন, এ বছর বিশ্ব কিডনি দিবস এর প্রতিপাদ্য বিষয় হবে, সবার জন্য সুস্থ্য কিডনি।

ড. মনোরঞ্জন ঘোষাল বলেন, অগ্নিঝরা ঐতিহাসিক মার্চ মাস আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এই মার্চ মাসে। আমরা গভীর শ্রদ্ধাভরে এ মহানায়কের জন্মদিনকে স্বরণ করছি। বঙ্গবন্ধুর জন্মদিন ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচী ঘোষণা করার জন্য ইনসাফ বারাকাহ হাসপাতালকে ধন্যবাদ জানাই।

ইনসাফ বারাকাহ হাসপাতালে ১৫দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে যে সকল সেবা মিলবে:

১. ১৫ মার্চ ২০২৩ইং পর্যন্ত, প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেয়া হবে।

২. ক্যাম্পে রেজিষ্ট্রেশনভুক্ত রোগীদের কিডনি সম্পর্কিত সিরাম ক্রিটিনিন, ইউরিন আর/ই পরীক্ষা ও ডেন্টাল চেক-আপ ফ্রি করা হবে। 

৩. ক্যাম্প চলাকালীন প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় হাসপাতালের মূল রেট থেকে ৫০% ছাড় দেয়া হবে ।

৪. মাত্র ১০০০ টাকায় ৬টি পরীক্ষা (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, সিরাম ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর/ই) প্যাকেজে হেলথ চেক-আপ করার সুযোগ থাকবে।

৫. ৩৫,০০০ টাকায় প্যাকেজে কিডনীর পাথর অপারেশন করা হবে (মেডিসিন ছাড়া)।

৬. কিডনি দিবস উপলক্ষে ৫ (পাঁচ) জন দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত কিডনি ডায়ালাইসিস ফ্রি করা হবে (মেডিসিন ছাড়া)।

৭. ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষজ্ঞ ডাক্তারগণ কর্তৃক দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেয়া হবে এবং ১০ জন দরিদ্র শিশুর সুন্নাতে খাৎনা ফ্রি করা হবে (মেডিসিন ছাড়া)।

আরএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়