শিরোনাম
◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৩, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৩, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক আভা হোসেন এপিএওর প্রথম বাংলাদেশী সভাপতি

অধ্যাপক আভা হোসেন

শহীদুল ইসলাম: প্রখ্যাত বাংলাদেশী চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রফেসর আভা হোসেনকে প্রথম বাংলাদেশী হিসেবে আগামী দুই বছরের জন্য এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলোজি (এপিএও)’র সভাপতি হিসেবে মনোনিত করা হয়েছেন। এপিএও’র ৬৩ বছরের ইতিহাসে এই পথম কোন বাংলাদেশী ও নারী সংস্থাটির সভাপতি হলেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এপিএও-এর ৩৮তম কংগ্রেসের সময় এপিএও’র বিদায়ী সভাপতি চীনের অধ্যাপক নিগলি ওয়াং প্রফেসর আভার কাছ দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে, অধ্যাপক আভা অপথালমোলোজি পাওয়ার লিস্ট  ২০২১-এ বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী মহিলা চক্ষু বিশেষজ্ঞ হিসাবে স্বীকৃতি পান।

এছাড়াও তিনি সার্ক একাডেমি অফ অপথালমোলজি, অপথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওএসবি) এর সভাপতি এবং বাংলাদেশ কমিউনিটি অফথালমোলজিক্যাল সোসাইটি (বিসিওএস) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

অধ্যাপক আভা বাংলাদেশে অপথালমোলোজিতে প্রথম নারী ফেলো। তিনি ১৯৮৫ সালে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে রাজধানীর মীরপুরে ওএসবি চক্ষু হাসপাতালের পরিচালক ও চিফ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে অন্ধত্ব প্রতিরোধে তার উল্লেখযোগ্য অবদান ব্যাপকভাবে স্বীকৃত। বাংলাদেশে স্নাতক ও স্নাতকোত্তর পাঠদানে তার ৪৩ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

২০২০ সালে, তিনি অফথালমোলজির অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ অল ইন্ডিয়া কলেজিয়াম অফ অফথালমোলজি (এফএআইসিও) এর অনারারি ফেলো পুরষ্কার পান।

অধ্যাপক আভা এপিএও ডিস্টিগুইশড সার্ভিস এ্যাওয়ার্ড, এপিএও আর্থার লিম এ্যাওয়ার্ড, এপিএও অ্যাচিভমেন্ট এওয়ার্ড, মোদাসসের-দাউদ-মালা সার্ক এওয়ার্ড, আলিম মোমোলিয়াল স্বর্ণ-পদক, ওএসবি’র লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও বিএও’র হুমায়ূন কবির স্মৃতি পুরষ্কারসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়