শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, আর ২২১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চলতি বছর এখন পর্যন্ত ২৪২ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১৪৭ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৯৫ জন মারা গেছেন। আর চলতি মাসের ২৫ দিনে মারা গেছেন ১০১ জন। ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু।
শনাক্ত কমে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৯ জনে। রাজধানীতে ১হাজার ১৩৫ জন এবং অন্যান্য বিভাগে ৮৩৪ জন।
চলতি বছর সারাদেশে ৫৫ হাজার ১৪৫ ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে ৫২ হাজার ৯৩৪ জন চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে রাজধানীতে ৩৪ হাজার ৫ জন ঢাকার বাইরে ১৮ হাজার ৯২৯ জন রোগী চিবিৎসা সেবা নিয়েছেন।
এছাড়া অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২২১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪১ জন এবং অন্যান্য বিভাগে ৮০ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৪২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসে মারা গেছেন ১০১ জন। এটাই সর্বোচ্চ মৃত্যু। চলতি মাসে ২৪ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ১২১ জন।
এসকে/এনএইচ