শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২২, ০৫:০৭ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২২, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার দিকে বেশী মনোযোগীঃ বিএসএমএমইউ উপাচার্য

বিএসএমএমইউ উপাচার্য

শাহীন খন্দকার: বিএসএমএমইউ ক্যান্সারের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রেডিওথেরাপি প্রদানের লক্ষ্যে  ‘ট্রেনিং কোর্স ফর থ্রিডিসিআরটি ইন হেড নেক এন্ড থোরাসিক ক্যান্সার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এফ ব্লক ক্যান্সার ভবনে এ কর্মশালা ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়োজন করে।

থ্রিডিসিআরটি হল ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি প্রদানের থ্র্র্রি-ডাইমেনশনাল কনফরমাল থেরাপি। অনুষ্ঠানে এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। উদ্বোধনি বক্তৃতায় উপাচার্য বলেন, ক্যান্সারসহ সবধরণের রোগের চিকিৎসায় বিশ্বমান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করেছে এবং নিত্য নতুন পদক্ষেপ নিচ্ছে। এসবের একটাই লক্ষ্য তা হলো কোনো রোগীকে যাতে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয় তা নিশ্চিত করা।

অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোগীদের সেবার জন্য সব সময় আধুনি প্রযুক্তি সংযুক্ত করে আসছে। ক্যান্সারের চিকিৎসায় বর্তমানে রেডিওথেরাপি, কেমোথেরাপি প্রয়োগ করা হচ্ছে। এর পাশপাশি  ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের কষ্ট লাঘবে লেটেস্ট প্রযুক্তি যুক্ত করা হবে। আমাদের রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার দিকে বেশী মনোযোগী হবে।

কর্মশালায় ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির (আইএইএ) হয়ে অংশগ্রহণকারী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জে.পি আগরওয়াল, টাটা মেমোরিয়াল হসপিটালের  মেডিক্যাল ফিজিস্ট জোগেশ গাধী, ঢাকা মেডিক্যাল কলেজের রেডিও থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, মেডিক্যাল অনকোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. সারোয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ জিল্লুর রহমান ভূঁইয়া,  অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ, সুপার স্পেশালাইজড হাসাপাতাল ফেজ-২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার- ই- মাহাবুব  প্রমুখ উপস্থিত ছিলেন। এসময়ে অনুষ্ঠানে রাজধানীর ক্যান্সার চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতালের ৩০ জন ক্যান্সার বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়